ওয়াশেবল স্যেনেটারি ন্যপকিন বা ক্লথ স্যেনেটারি ন্যপকিন মূলত কাপরের তৈরি, যা আপনার স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার পাশাপাশি আপনার পকেট কেও রাখবে সুরুক্ষিত। এই ওয়াশেবল স্যেনেটারি ন্যপকিন টিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের মাইক্রফাইবার ফাব্রিক এবং ভেতরে ব্যবহার করা হয়েছে খুবই সফট ফাব্রিক যা আপনার জন্য খুবই আরামদায়ক।
User Manual
ওয়াশেবল স্যেনেটারি ন্যপকিন নরমাল পেন্টির সাথে বাটনের সাহায্যে পড়তে পারবেন, এডজাস্টেবল বাটনের সাহায্যে এডজাস্ট করে নিতে হবে । একটা কাথাঁ যেমন বার বার ওয়াশ করা যায়, ঠিক ওয়াশেবল স্যেনেটারি ন্যপকিন ও ওয়াশ করা যায়।প্যাডগুলো ধুয়ে বারবার ইউজ করতে পারবেন এবং প্রায় বছরখানিক সময় ব্যবহার করতে পারবেন।